খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে ।আটককৃতরা হলেন-কামরুল হাসান (৩৬)ও ফরহাদ খান (৪৫)।বুধবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য দেন র্যাব।
র্যাব জানায়, সন্ধ্যা ৬টার দিকে নগরীর রাজগঞ্জের মধুমতি সিনেমা হল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল,৬ রাউন্ডগুলি ,২টি ম্যাগজিন ও ১৫ বোতল কোরেক্স সিরাপসহ তাদের আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, আটক ঐ দুই ব্যক্তিকে র্যাব কার্যালয়ে আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে।