Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1473315351খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: কৃষ্ণ সাগরে বুধবার যুক্তরাষ্ট্রের একটি তথ্য অনুসন্ধানকারী (গোয়েন্দা) বিমানের বিপজ্জনক কাছ দিয়ে উড়ে গেছে একটি রুশ জঙ্গি বিমান।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছে।
মস্কো দ্রুত এর জবাবে বলেছে, ‘আন্তর্জাতিক আইনের’ আওতায়ই তাদের বিমানটি উড়ে গেছে।
রুশ সু-২৭ ফকনার বিমানটি মার্কিন গোয়েন্দা বিমানের মাত্র ১০ ফুট কাছ দিয়ে উড়ে গেছে।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, একটি ইউএস পি-৮এ পরিডোন সাবমেরিন বিধ্বংসী ও গোয়েন্দা বিমান আন্তর্জাতিক আকাশ সীমানায় ‘নিয়মিত টহল’ দেয়ার সময় রুশ বিমানটি মার্কিন বিমানটির খুবই কাছে চলে আসে।
মার্কিন কর্মকর্তারা এই ঘটনাকে বেপরোয়া, ভয়ংকর ও অপেশাদারি বলে বর্ণনা করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের জবাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিমানটি রাশিয়ার ভূখ-ের দিকে এগিয়ে আসছিল। মার্কিন বিমানটি রাশিয়ার সামরিক মহড়ায় অনধিকার প্রবেশের চেষ্টা চালায়। তাই রুশ বিমানটির চালক আন্তর্জাতিক আইন অনুসারে পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ রাশিয়া কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালাচ্ছে।
এদিকে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, মার্কিন নৌবাহিনীর বিমানটি আর্ন্তর্জাতিক আকাশ সীমানায় রুটিন মাফিক কার্যক্রম চালাচ্ছিল।
পেন্টাগন কর্মকর্তারা বলেন, রাশিয়ার এই ধরনের বেপরোয়া পদক্ষেপ অহেতুক উত্তেজনা বাড়াতে পারে। ভুলক্রমে কোন দুর্ঘটনাও ঘটে যেতে পারে।