খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: জালটাকা তৈরির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৫ জনকে রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)। বুধবার রাতে ওই এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতদের বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বাকি চারজনের কাছ থেকে এক কোটিরও বেশী জালটাকা ও টাকা তৈরীর কিছু সরঞ্জাম পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে উপষ্থিত সংবাদ মাধ্যমগুলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রী ও জুরাইন এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-১। আটকদের কাছ থেকে বিপুল পরিমান জালটাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে র্যাব-১ এর কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।