খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারেলেই গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মান করা সম্ভব বলে মন্তব্য করে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, গণতন্ত্রহীন রাষ্ট্রে নানা অশুভ শক্তির আর্বিভাব ঘটতে পারে। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির মদদে ও তাদের এদেশীয় দালালদের সহযোগিতায়ই জঙ্গিবাদের মত অপশক্তির উত্থান ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বারিধারাস্থ নিজ বাসভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি। এসময় স্বাগত বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সভায় আরো বক্তব্য রাখেন ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, আনছার রহমান শিকদার, বাসন্তি বরুয়া বাবলী প্রমুখ।
জেবেল রহমান গানি বলেন, সমগ্র রাষ্ট্র ও সমাজ আজ দুর্নীতির কালো থাবায় ক্ষত-বিক্ষত। রাষ্ট্রযন্ত্রের মধ্যে গলদ আছে, প্রাতিষ্ঠানিকভাবেই দুর্নীতি আছে, শাসনব্যবস্থার মধ্যে দুর্নীতি আছে। দুর্নীতি থেকে মুক্ত হতে আগে গণতান্ত্রি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গুম-খুনের বিরুদ্ধে, কুশাসনের বিরুদ্ধে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ভয় থেকে নিজেকে মুক্ত হতে হবে, স্বাধীন দেশে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আমাদের সংবিধান আছে, সেখানে আছে আমার জানমালের নিরাপত্তা দেবে সরকার। আইনের শাসনের অর্থ হচ্ছে, আইন সঠিকভাবে প্রয়োগ করা।
স্বাগত বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জনতার ঐক্য ছাড়া অধিকার আদায় হয় না। ঐক্যবদ্ধ জননতারই পারে সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে। আজ দেশে বিরোধী রাজনৈতিক দলকে ‘রাজনীতি করতে না দিয়ে’ সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র চালাচ্ছে। গণতান্ত্রিক রাজনীতির অভাবে দেশে জঙ্গি ও উগ্রবাদের উত্থান রোধ অসম্ভব হয়ে উঠতে পারে। সে জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠুভাবে রাজনীতি করতে দিলে সকলে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে।