খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: আর মাত্র ৪দিন বাঁকি। তারপরই শুরু হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানী ঈদ। এ কুরবানি ঈদ উপলক্ষ্যে বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থান বৃহত্তম পশুহাটে ক্রেতা- বিক্রেতা ও উৎসুক জনতার ভীড়ে জমজমাট হয়ে উঠেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় উত্তরাঞ্চলের সর্ব বৃহত্তম গরু-ছাগলের হাট বিশেষ করে কুরবানির পশুহাট হিসাবে সরকারী ডাকের একমাত্র এ হাটটি সবার সুপরিচত। এর আশেপাশের হাট গুলো শুধু মাত্র প্রচারের মাধ্যমে কুরবানির সময় গরু-ছাগলের হাট বসালেও এটি সারা বছরই জমজমাটপূর্ন হয়ে থাকে সপ্তাহে দু’দিন বুধবার ও শনিবার এই হাট বসে। বুধবার বিকালে মহাস্থান হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর-দূরন্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতার প্রচন্ড ভীড়ে যেন কোথাও পা রাখার জায়গা নেই। ক্রেতা- ও বিক্রেতা মিলে কুরবানীর হাট এতটায় জমজমাট হয়ে উঠেছে তারপরেও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পবিত্র কুরবানীর সময় হাতে গুণা আরোও বেশ কয়েকদিন থাকায় ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিত একটু সংকীর্ণ। মহাস্থান হাটের চতুর পাশে ঘুরে দেখা যায়, হাটের বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইন- শৃঙ্খলা বাহীনির কন্ট্রোল রুম। এদিকে গরু-ছাগল বিক্রেতাদের সাথে প্রতারনা রোধে জাল টাকা লেন-দেন শনাক্ত করতে, বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় বসানো হয়েছে ইসলামী ব্যাংক মহাস্থানগড় শাখা লিঃ এর তত্ত্বাবধানে সহযোগীতায়, রূপালী ব্যাংক লিঃ ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ, এশিয়া ব্যাংক লিঃ এবং আইএফআইসি ব্যাংক লিঃ এর ৪ টি শাখার সমন্বয়ে বুথ স্থাপনে ১০ জন কর্মকর্তা সর্বদায় জাল নোট শনাক্তকরণ মেশীন নিয়ে তারা প্রস্তুত বলে আমাদের প্রতিনিধিকে জানান, পাশাপাশি পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে মহাস্থান হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের দায়িত্ব পালন করছেন, শিবগঞ্জ উপজেলা প্রাণী অধিদপ্তর ভেটেরিনারী এর প্রধান সার্জন ডাঃ আমিনুর ইসলাম, রফিকুল ইসলাম, ভিএফএ, সেচ্ছাসেবী জুলফিকার আলী, সেচ্ছাসেবী আবু হাসান। দীর্ঘ আয়তন নিয়ে গঠিত এই মহাস্থান হাটে হাজার হাজার গরু-ছাগলের মধ্যে আসা বগুড়ার গাবতলী উপজেলার কৃষক জাফরুল নামে এক ব্যক্তি বিশাল আকৃতির লাল রং এর চার দাঁতের একটি ষাঁড় নিয়ে এসেছিলেন। তার সাথে কথা বললে তিনি জানান, ষাঁড়ের দাম উঠেছে ২ লক্ষ ২০ হাজার টাকা। ২ লক্ষ ৫০ হাজার টাকা হলে তিনি ষাঁড়টি বিক্রি করবেন। তবে গত বারের চেয়ে এবার মহাস্থান হাটে গরু দাম অনেকটায় কম বলে ক্রেতা ও বিক্রেতারা জানায়। মহাস্থান শাহ সুলতান বণিক সমিতির সভাপতি ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও হাট ইজারাদার আলহাজ্ব আজমল হোসেন ও জাহিদুল ইসলাম জানান. হাটের ক্রেতা-বিক্রেতারা যাতে কোন সমস্যার সম্মুখীন না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাট চলা কালিন সময়ে মহাসড়কে যানজট রোধে বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। হাটের জায়গা সংকুলান না হওয়ায়, শিবগঞ্জ রোড, ডাকবাংলো রোড, কলেজের পিছনের রাস্তায় প্রচুর পরিমানে গরু দেখা যায়।