Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: ‘‘অতীতকে জানবো আগামীকে গড়বো’’ এই শ্লোগানে ময়মনসিংহে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‌্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী কাজল, এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন,মোহাম্মদ আব্দুল লতিফসহ অন্যান্য সরকারী এবং এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন । র‌্যালিতে স্কুলের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সরকারী- বে-সরকারী প্রতিষ্ঠানের সদস্য এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।