খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার তিন ‘রাজাকারের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
যে তিন ব্যক্তির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে তারা হলেন- পলাতক দুই সহোদর হেদায়েতউল্লাহ আনজু ও এনায়েতউল্লাহ মনজু এবং গ্রেফতার সোহরাব ফকির।
আনজু ও মনজুর বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রী গ্রামে। সোহরাবের বাড়ি মদন থানায়।
তিন আসামির বিরুদ্ধে একাত্তরের মানবতবিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুন্ঠন ও দেশত্যাগে বাধ্য করানোর অভিযোগ পাওয়া গেছে।