খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: সুনামগঞ্জে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর বিপণীস্থ জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের কর্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট (আলফাত স্কয়ারে) এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
হাফিজ আতাউর রহমান লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ- সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ইসলামের নাম ভাঙ্গিয়ে কিছু লোক দাড়ি পাঞ্জাবি টুপি পড়ে মানুষ হত্যা করছে আর দোহাই দিচ্ছে ইসলাম কায়েমের জন্য তারা জিহাদ করেছে। এরা ইসলামের শত্রু। ইসলাম শান্তির ধর্ম ইসলামে কোন জঙ্গিবাদের ঠাই নেই। মানুষ হত্য করে ইসলাম কায়েম করা সম্ভব নয়।