খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: “অতীতকে জানবো, আগামীকে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমুখ।
বক্তরা বলেন, শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা সুনামগঞ্জের ক্রমশ অগ্রগতি হচ্ছে। এই ধারা আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে’।