খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: এম,এস.আই শরীফ ভোলাহাট(চাঁপাইবনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৬ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় পালিত হয়েছে। ‘অথীতকে জানবো, আগামীকে গড়বো’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ-আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও মুশফিকুর রহমান তারা। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামাল উদ্দীন, মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী ইসরাত জাহান, ইউনিয়ন উদ্দ্যোক্তাদের মধ্যে সুমন আলী, সেলিম রেজা প্রমূখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলার ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান, সচিব ও তথ্য উদ্দ্যোক্তাগণ, ৪ ইউনিয়নের কাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলার সার্বিক সমস্যা বিশেষ করে বাল্যবিবাহরোধ, জমি খারিজের ব্যাপারে মতবিনিময় ও আলোচনা করেন। এ সময় উপস্থিত সকলেই ইউএনও’র প্রতি সার্বিক সমস্যবহুল ব্যাপারে সহায়তা প্রদাণের আশ্বাস দেন এবং ইউএনও শারমিন ইয়াসমিন সকলের হস্তক্ষেপ কামনা করেন।
ছবিক্যাপশন-ভোলাহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের র্যালি ও আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।