Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু এবং খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুর রব নাহিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নাচোল বাসষ্ট্যান্ড এলাকায় জেলা ও উপজেলা সাংবাদিকদের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ,চাঁপাই চিত্রের সম্পাদক কামাল হোসেন , চ্যানেল আইর জেলা প্রতিনিধি ও চাঁপাই দর্পন এর সম্পাদক আশরাফুল ইসলাম রন্জু, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু ,এনটিভির জেলা প্রতিনিধি শহিদুল হোদা অলক ,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল , নাচোল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম ,রহনপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম আজম,ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির সহ প্রমুখ।এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। বক্তরা মানববন্ধনে বলেন ,গত ২৬ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় আদিবাসীদের উপর স্থানীয় প্রভাব শালী টি এ ইসলাম(তরিকুল ইসলাম ) এর নিপীড়নের সংবাদ সংগ্রহ করতে গেলে চাঁপাইনবাবগঞ্জ এর দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরোয়ার হোসেন দিলু ও খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুর রব নাহিদ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত গ্রেপতার ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।