খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ের গোলচত্বরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান নামের এক শ্রমিক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান হাফিজুর রহমান নামের আরেক শ্রমিক। এ ঘটনায় শরিফুল ইসলাম নামের আরো একজন আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান জানান, বুধবার রাতে কয়েকজন শ্রমিক বানেশ্বর ট্রাফিক মোড়ে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করছিলেন। এসময় সোলার বিদ্যুতের খুঁটি গিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের তারে গিয়ে ঠেকে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পুঠিয়া উপজেলার ধলাট গ্রামের আনছার আলীর ছেলে আনিসুর রহমান (২৫) মারা যায়। সকাল সাড়ে ১০টায় নিজ গৌরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। অন্য দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে রাতেই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাফিজুর রহমান (৩১) মারা যান ও শরিফুল ইসলাম নামের আরো একজন শ্রমিক আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই শ্রমিকরা একটি এনজিও’র পক্ষ থেকে সোলার বিদ্যুতের কাজ করছিলেন বলে তিনি জানান।