Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: মৌলভীবাজারে মোবাইল কোটের মাধ্যমে ৪৪ টি করাত কল থেকে বিভিন্ন জাতের ৫৫৭ সিএফটি অবৈধ কাঠ উদ্বার করেছে বনবিভাগ। এ সময় অবৈধভাবে পরিচালনায় একটি করাত কলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুুপুরে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার মহকুমা বন অফিসে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক রাজেস চাকমা।
বন বিভাগ জানায়, বুধ ও বৃহস্পতিবার দুই দিনের পৃথক অভিযানে জেলার শ্রীমঙ্গল উপজেলার ২৬টি করাত কলে ও কমলগঞ্জ উপজেলার ১৮ টি করাত কলে অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষাধিক টাকা মুল্যের কাঠ ও একটি পিকাপ আটক করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা থেকে একটি কাগজবিহিন করাত কল জব্দ করা হয়। একই সাথে পরিত্যাক্ত স্থান থেকে আরও কিছু কাঠ উদ্বার করা হয়। বন বিভাগ জানায়, তাদের এ অভিযান অভ্যাহত থাকবে।
এ অভিযানে নেতৃত্বদেন সিলেট বিভাগী বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম, মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা, কমলগঞ্জ সহকারী কমিশনার রফিকুল আলম, এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট পূরবীতা চাকমা, শ্রীমঙ্গল সহকারী কমিশনার বিশ্বজিত কুমার পাল, কমলগঞ্জ রেঞ্জার শেখর রায় চৌধুরী, মৌলভীবাজার রেঞ্জ কর্মকতা ফিরোজ আলমসহ বন ও পুলিশ প্রশাসন। উদ্বারকৃত কাঠ, জব্দকৃত পিকাপ ও করাতকল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বন অফিসে জমা করা হয়েছে। এ সময় বন কর্মকর্তা রাজেশ চাকমা আরো জানান, শীঘ্রই ফার্নিসারের দোকান গুলোতেও অভিযান পরিচাল করা হবে।