Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলী পুরার নামক স্থানে লরী চাপায় ইউছুফ (৩০) নামের এক রিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলীপুরায় এ ঘটনা ঘটে। নিহতে বিষয়টি নিশ্চিত কনে গজারিয়া হাইওয়ে পুলিশ ফার্ড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজু জানান, নিহত ইউসুফের লাশ ফাড়িতে রাখা হয়েছে। নিহতের বাড়ী যশোরের চৌগাছা বলে জানাগেছে।
অপর দিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্র-গ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচল করছে ধীরগতিতে। মহাসড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের ।