খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: আসন্ন ঈদে রাজধানী থেকে ফেরা ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে ত্রিশাল থানা পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল এলাকায় ১২টি চেকপোষ্ট বসিয়ে যানজট দুর করার পাশাপাশি পুলিশের বিশেষ মোবাইল টিম টহল দিচ্ছে। অজ্ঞান পাটির, প্রতারক, চোরাই ব্যবসায়ী সহ যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ত্রিশাল বার্তার সম্পাদক প্রকাশক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমূখ।
এ সময় ময়মনসিংহ পুলিশ সুপার জানান প্রতিবারের তুলনায় এবার ঘরমুখী নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী ব্যাপক ভুমিকা পালন করছে। এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও যানজট লক্ষ করা হয়নি।