Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারির শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের (ঈদুল আযহার) ছুটি বাতিল করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ^ ঐতিহ্য এলাকা) সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি ও ৩৩৪ প্রজাতির বৃক্ষরাজির বনজ সম্পদ রক্ষা এবং বনজীবীসহ দেশী-বিদেশী ইকোট্যুরিষ্টদের (প্রতিবেশ পর্যটক) নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদপ্তর এই ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন বিভাগ জানায়, ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের এই লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জে সদর ও সাতক্ষীরা রেঞ্জের মন্সিগঞ্জসহ সুন্দরবন সন্নিহিত লোকালয়ের ট্যুরিষ্ট স্পটগুলোতে দেশী-বিদেশী ইকোট্যুরিষ্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাড়ায়। সেকানে এবার সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারির ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে ইউএসএআইডি’র অর্থায়ানে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি র্নিভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।