Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: মুক্তিপণের দাবিতে সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা হতে ২৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী।
শুক্রবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
স্থানীয় জেলেরা জানায়, ভোরে ধানসিদ্ধির চর এলাকার খালে কয়েকটি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে ২৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
দস্যুরা এ সময় জেলেদের বিভিন্ন ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ লুটে নেয়। অপহৃত জেলেরা বাগেরহাটের মংলা উপজেলার চিলা, উলুবুনিয়া ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. এম ফরিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের হাড়বাড়িয়ায় অদূরে ধানসিদ্ধির চর এলাকায় জেলে অপহরণের অভিযোগ পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে। সকাল থেকে হাড়বাড়িয়া, ধানসিদ্ধির চরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
গত কয়েক মাসে সুন্দরবনের ৫টি দস্যু বাহিনীর আত্মসমর্পণের পরও এ অপহরণের ঘটনায় সাধারণ জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।