খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: নাটোরের গুরুদাসপুরে শ্বশুর আকবর হোসেন (৫০) কে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধু সেলিনা বেগম। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৃচাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুত্রবধু পলাতক রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সেলিনা বেগম আকবর হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী। এব্যাপারে থানায় এখনও কোন মামলা দায়ের হয়নি।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুর আকবর হোসেনের সাথে তার পুত্রবধু সেলিনা বেগমের বিরোধ চলে আসছিল। এনিয়ে মাঝে মাঝেই তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটতো। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুত্রবধু সেলিনা বেগমের সাথে পুররায় কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে পুত্রবধু সেলিনা বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে শ্বশুর আকবর হোসেনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।