খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে ৩ হাজার জাল টাকাসহ একজনকে হাতে-নাতে আটক করেছে শেরপুর ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তি সদরের বাজারের পশ্চিম পার্শ্বের নয়াগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আতাউর করিম আতা (৫২) কে জাল টাকার ১ হাজার টাকার নোট দু’টি ও ৫শত টাকার দুটি মোট চারটি জাল টাকার নোকসহ বাসস্ট্যান্ড নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শেরপুর জেলার এসপি সার্কেল লাবনী খন্দকার ও সঙ্গীয় ডিবি ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই জালটাকার ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আতাউর রহমানকে নিয়ে আরও তথ্যাদি অনুসন্ধানের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ঈদকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকানো উদ্দেশ্যে তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে কোরবানীর গরুর বিক্রেতাদেরকে ঠকানোর জন্য এই জাল টাকা অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। তাই পুলিশ প্রশাসন জাল টাকা বন্ধের উদ্দেশ্যে জটিকা অভিযান চালিয়েছে। যাতে সাধারণ মানুষ জাল টাকা ব্যবসায়ী চক্রের হাত থেকে রেহাল পায়। প্রকাশ থাকে যে, ঈদকে সামনে রেখে বর্তমানে বিভিন্ন অপরাধ চক্রের সিন্ডিকেটরা সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করে ট্রাকযোগে নিয়ে যাচ্ছে। এছাড়াও হাট-বাজার ও গ্রাম-গঞ্জে চুরির উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গরু চুরির কারণে গ্রামাঞ্চলের কৃষকরা নির্ঘুম রাত্রী যাপন করছেন। প্রকাশ থাকে যে, গুরুচরণ দুধনই গ্রাম থেকে ট্রাকযোগে গরু চুরির সময় কৃষকরা টের পায় এবং তাদের গরু উদ্ধার করে। বর্তমানে চুরিকৃত গরু থানার তত্বাবধানে রয়েছে।