Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলষ্টেশন পশুহাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা ও রাজবাড়ী পশু হাটে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে রেলষ্টেশন পশু হাটে শুধূ মাত্র ছাগল, ভেড়া বিক্রয় হয়। এ হাটের নিয়ম বহিঃভুত ভাবে খাজনা আদায় করেন হাট ইজারাদার বিপ্লব রহমান। নিয়ম নিতিকে তোয়াক্কা না করেই নিজের ইচ্ছামত অতিরিক্ত খাজনা আদায় করেন তিনি। তবে খাজনার রশিদ কপিতে বিক্রেতা, ক্রেতার নামসহ ছাগলের মুল্য লেখা থকলেও খাজনার পরিমান লেখা নেই রশিদ কপিতে। উপজেলার খেসবা গ্রামের মহসীন আলীর ছেলে আলতাফুর রহমান একটি ছাগল ৪ হাজার ২’শ টাকায় ক্রয় করে খাজনা দিয়েছেন ১৮০/= টাকা, পাইকৈড়া গ্রামের মৃতঃ বেলালের ছেলে আরিফ ৪ হাজার ২’শ টাকায় খাসি কিনে খাজনা দিয়েছেন ২০০/= টাকা।এছাড়া ১৫/২০ হাজার টাকা মুল্যের খাসির ক্রয় মুল্যে ৩’শ থেকে ৪’শ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে হাট ইজারাদারের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় ভাবে জানতে পেরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার অসীম কুমার রেলষ্টেশন পশুহাটে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে হাট ইজারাদারকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন। অন্যদিকে গত বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পশুহাটে অতিরিক্তি খাজনা আদায়ের অভিযোগে ইজারাদার লাল মোহাম্মদ কে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসিম কুমার ।