Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী সাবেক যুবদল কর্মী কাজল মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রঙ্গু মিয়া ওরফে বালির বাপের পুত্র। গতকাল শুক্রবার বিকালে সদর থানার এএসআই আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় তিনি, কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামী। এতদিন তিনি আত্মগোপনে ছিল।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যারবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেণেড হামলায় কিবরিয়াসহ ৫ আওয়ামী লীগ নেতা নিহত হন। এ ব্যাপারে এমপি আব্দুল মজিদ খান বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় কাজল অন্যতম আসামী। শনিবার কাজল মিয়াকে কারাগারে প্রেরণ করা হবে।