খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: গাজীপুরের টঙ্গীর রেলগেট এলাকায় সিগারেট সামগ্রী তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরিত হয়েছে। এতে সৃষ্ট আগুনে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
আজ শনিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় জানা গেছে। তাঁদের একজন কারখানার নিরাপত্তারক্ষী দেলোয়ার। অপরজনের নাম আনোয়ার। তিনি কারখানার শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, রাতের শিফটে কাজ করার সময় ট্যামাকো নামের কারখানায় বয়লার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বহু মৃত্যুর শঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে রেলগেট এলাকায় কারখানায় বয়লার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানায় রাতের শিফটের কাজ চলছিল। বয়লার বিস্ফোরণে দগ্ধ হন অর্ধশতাধিক শ্রমিক।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, টঙ্গী ও জয়দেবপুরের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগে দেয়। এরই মধ্যে কারখানার চারতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশে আরো শ্রমিক থাকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টঙ্গীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ২০ জনকে হাসপাতালটিতে আনা হয়। তাদের মধ্যে ১১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।