Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

90খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করার মধ্য দিয়ে নিজেদের ‘প্রতিশ্রুতি’ রক্ষা করেছেন তারা।
শনিবার নিজের নির্বাচনী এলাকায় তিনি বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম, দেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াব। আমরা কথা রক্ষা করেছি। শেখ হাসিনার সরকার দরিদ্র পরিবারের মাঝে আজকে ১০ টাকা কেজিতে চাল পৌঁছে দিচ্ছে।’
২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে তা রাখেনি বলে বিএনপি অভিযোগ করে আসছিল। তার জবাবে ক্ষমতাসীন দলটির নেতারা বলে আসছিলেন, ওই ধরনের কোনো নির্বাচনী প্রতিশ্রুতি তাদের ছিল না।
তারপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা শেখ হাসিনা গত বুধবার ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় বাংলাদেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই- স্লোগানে ‘খাদ্যবান্ধব’ কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে।
ঈদ উপলক্ষে শনিবার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ১৭০০ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের অনুষ্ঠানে ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নতুন কর্মসূচির বিষয়ে বলেন তোফায়েল।
নিজ জেলা ভোলা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হবে- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘কারণ ভোলায় গ্যাস আছে, বিদ্যুৎ আছে, ভোলায় শিল্প কারখানা হবে।
‘এছাড়া ভোলা-বরিশাল ব্রিজ হলে পদ্মা সেতু হয়ে সরাসরি সড়ক পথে সল্প সময়ে ভোলার মানুষ ঢাকা যেতে পারবে।’
অনুষ্ঠানে অন্যদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার উপস্থিত ছিলেন।