Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

96খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

শনিবার ভোর ৬টার দিকে ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৯ জনের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঁচজনের লাশ রাখা হয়েছে।
ঢাকা মেডিকেলের পাঁচজনের মধ্যে চারজন হলেন- ওহেদুজ্জামান (৪০), অজ্ঞাত নারী (৩০), দেলোয়ার হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (২৫)।
আর টঙ্গী ৫০ শয্যা হাসপাতালে সুলায়মান (৩০), ইদ্রিস (৪০), আবদুল হান্নান (৬৫), আল মামুন (৪০), শঙ্কর সরকার (২৫), জাহাঙ্গীর আলম (৫০), সুভাস চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৭), আনোয়ার (৪০), প্রকৌশলী আনিসুর রহমান (৪০), রাজেশ (২২), রাশেদ (২৮) ও মাইনুদ্দিনের (৩২) লাশ রয়েছে। বাকি লাশের পরিচয় জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান যুগান্তরকে জানান, অগ্নিকাণ্ডে পাঁচতলা ভবন পুরোটা ধসে গেছে। এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।
এদের মধ্যে ভবন থেকে ১৯টি লাশ উদ্ধার করে টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে রাখা হয়েছে। আর আহত ৩৫ জনকে ঢামেক নেয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।
আখতারুজ্জামান আরও জানান, ঢাকা, সাভার, ইপিজেড, সদর দফতর, টঙ্গি, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এর আগে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, বিসিক নগরীর ট্যাম্পাকো পুটিং লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এদিকে টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকা, ৫০ শয্যা হাসপাতালে হতাহতদের স্বজনেরা ভিড় করেছেন। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠেছে।