খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: রাঙ্গামাটিতে মুখোমুখি সংঘর্ষে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাস এবং অটোরিকশা খাদে পড়ে আহত হয়েছেন উভয় যানবাহনের অন্তত ২০ যাত্রী। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বেতার ভবনের সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ, উদ্ধারকর্মী ও হাসপাতাল সূত্র জানায়, পাহাড়িকা (নম্বর:চট্টমেট্রো-জ-০৪-০০৩১) নামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসটির সামনে পড়ে রাঙ্গামাটি থেকে যাত্রী নিয়ে ঘাগড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিপরীতমুখী আরেক অটোরিকশা। এতে উভয় গাড়ির সংঘর্ষে চালরকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি দুটিই চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক থেকে অন্তত ৪০ ফুট পাহাড়ের খাদে পড়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় উভয় যানবাহনের কম্পক্ষে ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্বিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে তাৎক্ষণিক আশংকাজনক অবস্থায় জটিলা তঞ্চঙ্গ্যা (৬৫), রবি মোহন তঞ্চঙ্গ্যা (৫৬), মঞ্জু দেব (৫০), সানজিদা (৩০), বিপ্লব ধর (৪৫) ও মমতা চাকমাকে (৫৪) চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করে হাসপাতাল সূত্র।