খোলা বাজার২৪, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬: গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক এলাকায় ট্যাম্পাকো ফয়লস লিমিটেড কারখানার ধ্বংসস্তুপ থেকে আরও দুই লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে অগ্নিকাণ্ডের দু’দিন পর ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আরও চারটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ নিয়ে ওই কারখানায় ‘বয়লার’ বিষ্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাড়ালো ৩১ জনে।
এর আগে শনিবার রাতে গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান ২৪ জনের নিহতের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।
পরে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপন দাস (৩২) নামে আরও এক শ্রমিক।
গত শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে কারখানার ‘বয়লার’ বিস্ফোরণের বিকট আওয়াজে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। মুহূর্তেই ভবনের ভেতর থেকে বেরিয়ে আসে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে বিসিক শিল্পনগরী। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।