রংপুরে পৃথক সড়ক দুঘটনায় নিহত ৬ আহত ৩০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় রংপুর জেলা প্রশাসক নিহতদের প্রত্যেক পরিবারকে ৭হাজার ও আহতদের ২হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন।
পুলিশ ও আহত বাস যাত্রীরা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা হৃদয় পরিবহন ধাপের হাট ও পীরগঞ্জের আংড়ার ব্রীজের কাছে সকাল ১১ টায় নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের রেলিং এ ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুই বাস যাত্রী নিহত হয়। আহত হয় ২৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আরোও ৩জন মারা যায়।
এছাড়া রংপুর দিনাজপুর সড়কের তারাগঞ্জের সলেয়াশা ব্রিজের কাছে নসিমনের সাথে দুপুরে বাসের মুখেমুখী সংঘর্ষে একজন নিহত হয় ও আহত হয় ৫জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ,তাদের অবস্থা আশংকাজনক। এদিকে ঘটনার পর দুপুরে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি আহতদের খোজ নেন এবং নিহত ও আহতদের মধ্যে প্রায় অর্ধ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা এবং দাফন কাজের জন্য প্রদান করেন।