Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33kমুন্সিগঞ্জের ওপর দিয়ে যাওয়া দুটি মহাসড়কে যানজট না থাকলেও ঘাট এলাকায় লেগে আছে যানবাহনের জট। সোমবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের কোথাও যানজট দেখা যায়নি। একই দৃশ্য লক্ষ করা গেছে ঢাকা-মাওয়া মহাসড়কেও। ভবেরচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, বেশির ভাগ মানুষ গন্তব্যে চলে গেছে, তাই মহাসড়কে গাড়ি নেই। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা মহাসড়কে কাজ করছেন।

মহাসড়কে জট না থাকলেও জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দেখা গেছে অপেক্ষমাণ গাড়ির লম্বা সারি। পারাপারের অপেক্ষায় আছে প্রায় চার শতাধিক যানবাহন। এর মধ্যে ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কারের সংখ্যাই বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ির সংখ্যা। ঘরেফেরা মানুষের সুবিধার্থে বন্ধ আছে পণ্যবাহী ট্রাক পারাপার।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বলেন, ‘১৭টি ফেরি দিয়ে গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে। পদ্মা নদী সোমবার তুলনামুলক শান্ত, আশা করছি দুপুরের পর থেকে গাড়ির চাপ কমতে থাকবে।’
এদিকে, শিমুলিয়ার লঞ্চ ও সিবোট ঘাটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো সোলায়মান জানান, সকালে যাত্রীদের ভিড় বেশি থাকে। দুপরের পর থেকে চাপ কমতে থাকে। ৮৬টি লঞ্চ দিয়ে যাত্রীরা ওপারে যাচ্ছে।