নীলফামারীর সৈয়দপুরের ডায়মন্ড বেকারীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনলে আশেপাশের কয়েকটি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।
সূত্র মতে, আজ রবিবার বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে শহরের দিনাজপুর সড়কে অবস্থিত ডায়মন্ড বেকারীর কারখানায় অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তে তা কারখানায় ছড়িয়ে পড়ে অবকাঠামোসহ ও তৈরী করা খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়।
ডায়মন্ড কনফেকশনারীর মালিক আখতার সিদ্দিকী ও বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী মালিক সমিতির নীলফামারী জেলার সভাপতি আখতার সিদ্দিকী পাপ্পু জানান, বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে তার কারখানার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।