Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

eid-edulআজ ঈদ। বছর ঘুরে আবারও এল ঈদ-উল-আযহা। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসবের দিন এটি । ঈদ-উল-আযহা কোরবানি ঈদ নামেও পরিচিত। কেউ কেউ বকরি ঈদ বলে অভিহিত করেন, কেউবা বলেন বড় ঈদ।

আজ সকাল সকাল ঈদের জামাতে দুই রাকাত ওয়াজিব নামায আদায় করবেন মুসলমানরা। নামায শেষে অনেকে প্রয়াত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। এরপর মহান আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেবেন।

মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.)আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় পুত্র ইসমাইলকে (আ.)কোরবানির নিয়ত করেছিলেন। এরপর তিনি ছেলেকে কোরবানির উদ্যোগ নিলে মহান আল্লাহতায়ালার কুদরতে ইসামইল (আ.)-এর বদলে একটি দুম্বা কোরবানি হয়।
ইব্রাহিম(আ.)-এর ওই ত্যাগের ধারাবাহিকতায় আরবী বছরের জিলহজ্ব মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহার দিনে পরম করুণাময় আল্লাহর রহমত লাভের আশায় মুসলমানরা পশু কোরবানি করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের দিনই বেশিরভাগ কোরবানি করেন। তবে ঈদের পরের দুই দিনও (জ্বিলহজ্ব মাসের ১১ ও ১২ তারিখ) কোরবানি করার সুযোগ থাকে।

পবিত্র ঈদ উপলক্ষে দেশের সরকারি-বেসকারি চাকুরীজীবিরা তিন থেকে ছয়দিন পর্যন্ত ছুটি পেয়েছেন। অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে গেছেন। কেউ কেউ বিদেশে গেছেন কেউবা দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে পাড়ি জমিয়েছেন।

বিশেষ এই দিনটি উপলক্ষে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহায় শ্রেণী-বিভেদ ভুলে গরীব-ধনী সবাই আনন্দে মাতবেন আজ।