বান্দরবান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর জেলা ব্যপি চলমান অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দের গ্রেপ্তার অভিযান এর অংশ হিসেবে গতকাল গভীর রাতে জেলার টংকাবতী ইউনিয়নের মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. বাবুল (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুল সদর উপজেলার ভাগ্যকুল এলাকার আবুলকাশেম এর ছেলে।
পুলিশ গ্রেপ্তারকৃত বাবুল এর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে একটি দেশিয় পাইপগান (এলজি), দুইটিধারাল দা, তিনটি স্টিলের বিদেশি টর্চলাইট এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করে।
রবিবার বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অস্ত্রসহ বাবুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান।