কুষ্টিয়া প্রতিনিধি: ‘ঈদ উৎসব, জীবন ও উন্নয়নের চাকা চলবেই, কোন অপতৎপরতাই তা বন্ধ করতে পারবেনা’, বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
গতকাল সোমবার ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গোলাপনগরে নিজের নির্বাচনী এলাকা ও গ্রামের বাড়ীতে পৌঁছেই পদ্মার ভাঙন কবলিত মানুষদের সাথে দেখা করতে যান মন্ত্রী। সবার হাতে ঈদ উপলক্ষে সেমাই-চিনি তুলে দেয়ার সময় বসে তিনি তাদের কথা শোনেন। এসময় তিনি বলেন, ‘নদীভাঙা মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেবার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। সকলের সাথে আনন্দ ভাগ করে নেয়াতেই উৎসবের সার্থকতা।’
উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো কিছুতেই ঈদ উৎসব, জীবন ও উন্নয়নের চাকা বন্ধ হবেনা। জঙ্গিদের কোনো অপতৎপরতাতেই জীবন থেমে থাকবেনা। সকলের সাথে আনন্দ ভাগ করে নিন, সাহসের সাথে ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে জঙ্গিদের সমুচিত জবাব দিন।’
আজ নিজ এলাকার ঈদগাহে ঈদের জামাতে অংশ নেয়ার কথা জানান হাসানুল হক ইনু।