বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন বর্তমান পদে থাকার ইচ্ছে নেই তার। নগরীর কাজির দেউড়ি ভিআইপি ব্যাংক্যুইট হলে এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নেতা-কর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সম্মানে মেজবানের আয়োজন করে থাকেন আবদুল্লাহ আল নোমান।নোমানের আয়োজিত মেজবানে দলীয় নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হয়েছেন। দলীয় কোন্দল থাকলেও সব ভেদাভেদ ভুলে উপস্থিত হলেছিলেন ভিন্ন নেতার অনুসারীরাও।মেজবানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, শ্রমিক নেতা এএম নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, নগর যুবদল সভাপতি কাজী বেলাল উদ্দিন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সহসভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
তিন সদস্যের চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রাখতে পারবে এমন প্রশ্নের উত্তরে নোমান বলেন, নতুন নেতৃত্বে যারা এসেছেন, তারা সবাইকে নিয়ে কমিটি গঠন করতে পারবে বলে আমি মনে করি। আর যদি না পারে তখন দলের হাই কমান্ড সিদ্ধান্ত নেবে।