নগরীর ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকার বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় আহত শিশু সাব্বির (৬) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে।
চমেক হাসপাতালের এস আই জহিরুল ইসলাম জানান, রোববার (১১ সেপ্টেম্বর) কলসির দীঘির পাড়ের বস্তির অগ্নিকান্ডের ঘটনায় ঝালকাঠির জাকির হোসাইনের ছেলে সাব্বিরের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। এরপর তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে আজ (বৃহস্পতিবার) সকালে সাব্বির মারা যায়। তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য ঐ দিন ঘুমন্ত অবস্থায় অগ্নিকান্ডে মারা যান লক্ষ্মীপুরের ফাতেমা (২৭) ও তার মেয়ে মারজান (৩)।