Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kচট্টগ্রামের পাহাড়তলীতে মহানগর গোধূলী ট্রেনের চারটি বগি ও ফৌজদারহাটে কনটেইনারবাহী ট্রেন মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় এর কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্তে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.আবদুল হাই।আজ বৃহস্পতিবার সকালে তিনি দুর্ঘটনাস্থলে যান। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
মো. আবদুল হাই জানান, পাহাড়তলী এবং ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর অন্য সদস্যরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাশ ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মনজুরুল ইসলাম।

এদিকে, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মনজুরুল ইসলাম জানিয়েছেন, বুধবারের দুটি পৃথক দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে চার সদস্যের আরেকটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে আহ্ববায়ক এবং বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিভাগীয় প্রকৌশলী-১, বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারকে সদস্য করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।