Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kচট্টগ্রাম মহানগরীর কর্নফূলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব । আজ দুপুরে এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে র‌্যাবের একটি দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া নেভাল একাডেমীর ১৭ নং ব্রীজের পশ্চিম পাশে বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে ৯২৪ বোতল বিদেশী মদ এবং ০১টি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৭ লক্ষ ৭২ হাজার টাকা। এসময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক মোঃ শাহীনুর , মোঃ হাসান , জিন্নাত আলী ,মোঃ মনজুর আলম সবাই পতেঙ্গা থানা এলাকার স্থায়ী বাসিন্দা।

উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে জানান সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।