আমরা তরুণ,আমরা দুর্বার, এসো শপথ করি ’মাদক সন্ত্রাস ও জঙ্গি মুক্ত শ্যামপুর গড়ি’ শীর্ষক স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী র্যালি করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শ্যামপুর।
আজ সকালে ইউপি চত্বর থেকে একটি র্যালি বের করে চামা বাজারের গুরুত্বপূর্ণ স্থান গুলো ঘুরে মধ্যবাজারে পথসভা করে। এতে সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সুজনসহ স্থানীয়রা। বক্তারা শ্যামপুর ইউনিয়কে মাদক,সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।