Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dinajpurদিনাজপুরের পার্বতীপুরে ঈদ আনন্দ মেলায় তহিদুল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় একজন ভ্যানচালক। ঈদের দিন দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের ক্যানেলের পাড় এলাকায় এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নয়া মিয়ার ছেলে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, কোন ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হওয়ায় তার মৃত্যুর কারণ নিয়ে এলাকাবাসীর মাঝে নানা সন্দেহ আরো ঘনীভূত হয়েছে।

পুলিশ জানায়, পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের হুগলীপাড়া ও মন্ডলপাড়ার কিছু উৎসাহী যুবক ঈদের দিন (১৩ সেপ্টেম্বর মঙ্গলবার) গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা ব্যারেজের ক্যানেলের পাড়ে পৃথক দু’টি ঈদ মেলার আয়োজন করে।

স্থানীয়রা জানায়, মেলায় দোকানের জায়গা নিয়ে দু’পক্ষের আয়োজকদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে দুপুরের দিকে তহিদুল মিয়া (৩০) নামে ওই যুবকের মৃত্যু হয়। কিন্তু গুরুত্বর অসুস্থ্য ভেবে চিকিৎসার জন্য তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। এখবর জানার পর পার্বতীপর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে যুবকের মৃত্যুর ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং সে হার্টের রোগি ও কয়েক দিন আগে সড়ক দূঘর্টনায় আহত হয়েছিল মর্মে লিখিত আবেদন পত্র নিয়ে কোন ময়না তদন্ত ছাড়াই তার দাফনে সম্মতি প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন মৃত্যুর কারন নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন, অতিরিক্ত মদ পান করে, কেউ বলছেন, বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে আর অন্যরা বলছেন প্রতিপক্ষের মারপিটে তার মৃত্যু হয়েছে।

এব্যপারে পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন জানান, অভিভাবকরা কোন অভিযোগ না করায় ও লিখিত অনাপত্তি পত্র দেয়ায় মৃত ব্যক্তির ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।