ভোলাহাট ফুটানীবাজার সাবেক ফুটবল খেলোয়াড় আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ/১৬ বুধবার মন্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় আয়োজিত ফুটবল ম্যাচে আবহানী বনাম মহামেডান ফুটবল দল অংশ গ্রহণ করেন। আবহানী ফুটবল দলে সাবেক ফুটবল খেলোয়াড় বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়রুল ইসলাম ও মহামেডান দলের সাইফুল আহমেদ বিশ্বাস দলনেতার দায়িত্ব পালন করেন। ২০ মিনিট করে ৪০ মিনিটের এ খেলায় মহামেডান ফুটবল দল আবহানী দলকে ১ গোলা দিয়ে নিজেদের জয় ধরে রাখে। এ খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। উল্লেখ্য এ খেলা ৩সহস্রাধীক দর্শক উপভোগ করেন।