Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

chapainawabganjএবার ঈদে পশুর চামড়া দাম না থাকায় বিপাকে পড়েছেন পশুর চামড়া নিয়ে গ্রামের মাতবরেরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পশুর চামড়ার কোন ক্রেতা না থাকায় পর দিন সকাল পর্যন্ত ক্রেতার অপেক্ষ করতে হয়েছে। কোথাও আবার দুপুর রাত পর্যন্ত চামড়া নিয়ে বসে হতাশা করতে দেখা গেছে মাতবরদের।

অবশেষে দু’এক জন ক্রেতা চামড়া ক্রয় করতে আসলে ১টি গরুর চামড়ার দাম ২শত টাকা হেকেছেন। পরে ক্রেতা না থাকায় বাধ্য হয়ে জোড়া প্রতি ৫শত থেকে ৮শত টাকা দরে গরু, ১২০ টাকা দরে খাসির চামড়া বিক্রয় করেছেন।

পঞ্চানন্দপুর গ্রামের মাতবর আব্দুল হাই জানান, কোন ক্রেতা না পাওয়ায় অবশেষে দু’একজন ক্রেতার দেখা মিললে গরুর চামড়া জোড়া প্রতি ৮শত টাকা, খাসি ১২০টাকা দরে বিক্রয় করেছেন বলে জানান। অপরদিকে আদাতলা, চরধরমপুর, পোল্লাডাংগা, মুশরীভূজাসহ বিভিন্ন এলাকায় একই অবস্থা বলে গ্রামের মাতবরেরা জানান।

উল্লেখ, উপজেলা প্রানি সম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার ভোলাহাট উপজেলার মোট ১শত ৫টি গ্রামে সর্বমোট ৬শত ৬৭টি গরু, ৪হাজার ৯শত ৫৭টি ছাগল, ৭শত৬৭টি ভেড়া ও ২টি মহিষ কোরবানী হয়েছে।