Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kরাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজার এক কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উড়াল সড়কটির এই অংশের উদ্বোধন করেন।
এরপর যান চলাচলের জন্য ইস্কাটন-মগবাজার এক কিলোমিটার উড়াল সড়ক উন্মুক্ত করে দেয়া হয়।
ফ্লাইওভারটির তৃতীয় অংশ ওয়্যারলেস গেট থেকে মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত। এ অংশের এক পাশ যাবে রাজারবাগ, এক পাশ যাবে শান্তিনগর। চলতি বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এ অংশের কাজ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২০১১ সালের ৮ মার্চ এই প্রকল্পটি অনুমোদন হয়।
মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটিকে তিন অংশে বিভক্ত করে এর কাজ দেয়া হয় ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানা যৌথ প্রতিষ্ঠান সিমপ্লেক্স নাভানা জেভি এবং চীনা প্রতিষ্ঠান দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি)