Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এবারের ঈদে নিরাপত্তা হুমকি ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রেখেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক। গত রোজার ঈদের আগে আমাদের সামনে যে ধরনের হুমকি ছিল, এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশবাসীর সহযোগিতায় আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। দেশবাসী এবার নির্বিঘ্নে ঈদ পালন করেছে।’
এর আগে মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

গত ১ জুলাই ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহর পাশে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য, এক নারী নিহত হন। পুলিশের গুলিতে এক জঙ্গি নিহত হয়।