Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kকিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ফুদুর আলী (৩৫)। পুলিশ তাকে ডাকাত দাবি করে বলেছে, সে পাঁচ হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীরচর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের ভাষ্য, বুধবার ফুদুর আলীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীরচর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
এ সময় তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই ফুদুর আলী মারা যায়।

ওসি দাবি করেন, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২টি পিস্তল, একটি বন্দুক এবং একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ফুদুর আলী ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে পাঁচ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।