ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচনে মোহাম্মদ মোস্তফা (মানবজমিন/দূর্বার) সভাপতি ও মোহাম্মদ নিজাম উদ্দিন (ইনকিলাব/নয়াপয়গাম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় অন্য কোন প্রার্থী না থাকায় মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন। ক্লাবের অন্য সদস্যরা হচ্ছেন, সহসভাপতি আলা উদ্দিন ভূঁঞা (সুপ্রভাত ফেনী), মোঃ শাহ আলম (ভোরের ডাক/শমসের নগর),সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী (স্বদেশপত্র),সৈয়দ কামাল উদ্দিন (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁঞা (আজকের সূর্যোদয়), অর্থ সম্পাদক মোঃ রফিক উদ্দিন (ফেনীর গৌরব), তথ্য ও গবেষনা সম্পাদক আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন (নিউজ বিএনএ), প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান (নতুন ফেনী), ক্রীড়া সম্পাদক এম দেলোয়ার হোসেন (সিএনএম),সাহিত্য সম্পাদক শওকত চৌধুরী (হায়দার) কার্যকরী সদস্য মোহাম্মদ শেখ কামাল (ইত্তেফাক/ফেনীর সময়), মোঃ আবুল হাসান (নয়াদিগন্ত/অজয় বাংলা), জাকের হায়দার সুমন (সমকাল/হকার্স), কবির আহাম্মদ সিদ্দিকী (সগ্রাম), জিয়া হায়দার স্বপন (মাসিক হায়দার), শাহ মোঃ জিয়াউল হক রুবেল (ডেসটিনি), নিজাম উদ্দিন মজুমদার (মোহনা টিভি), মোঃ আবু তৈয়ব টিপু (আলোকিত বাংলাদেশ), কপিল উদ্দিন (বাংলাদেশ টুডে), মাজহারুল ইসলাম ভূঁঞা (নবকিরন), আবদুল হান্নান (সরেজমিন), আবদুল কাইয়ুম (দেশকাল), আব্দুল্লাহ মজুমদার (সোনার বাংলা), জতিন্দ্র সূত্রদর (নওরোজ), কাজী মহিব উল্যাহ (নির্বিক), মোঃ এনায়েত উল্যাহ সোহেল (ফেনী সমাচার), মেহেদী হাসান (আলোকিত বার্তা) ও নুরুল হুদা মাসুম (ফেনীর ডাক)।