Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় সড়কে বাস উল্টে নারীসহ ৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার পুংলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা গ্রামের আব্বাস আলীর ছেলে আহসান হাবিব (১০), মুস্তাফিজের স্ত্রী আসমা বেগম (৪০), পাটগ্রামের মমিনুর রহমান (৩৫) ও রিপন (৩০)।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, লালমনিরহাট থেকে ঢাকামীগামী একটি বাস পুংলী ব্রিজের কাছে এলে ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই এক নারী ও দুই পুরুষ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
আহত ১৫ জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় বাস ও ভটভটির চালক পালিয়ে গেছে। সড়ক থেকে বাসটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান সার্জেন্ট জাহাঙ্গীর আলম।