Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মাঠে গোচারণ ভ’মিতে গরু চড়ানোর সময় বজ্রপাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় আরো ২ জন আহত হয়েছে। নিহতের নাম লিটন দাস(১২)। সে ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হরগোবিন্দ দাসের ছেলে এবং সে মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আহতরা হলেন একই ইউনিয়নের পার্শ্ববর্তী কলা চাঁনপুর গ্রামের অজিত বর্মণ ও অরুণ বর্মণ।
শুক্রবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি কার হয়েছে।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোল্লা মণির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।