বিমানের সাধারণ ফ্লাইটে করেই লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ দিনের কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে লন্ডনে ২২ ঘণ্টার যাত্রাবিরতি। বিমানের ফ্লাইটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন সাধারণ যাত্রীরাও।
ফ্লাইটে প্রধানমন্ত্রী বিমানের সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তার সঙ্গে কথা বলতে পেরে বিমানযাত্রীরাও অভিভূত হন। মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কানাডায় অনুষ্ঠিতব্য ফিফ্থ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগ দেবেন শেখ হাসিনা।