Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57মুন্সিগঞ্জে সদরের একটি বাড়ি শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুপুরে সাত লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে। মুন্সিগঞ্জ সদরে বহুতল ভবনের পাশাপাশি দুটি ফ্ল্যাটে শুক্রবার দুপুরে চুরি হয়েছে। ফ্ল্যাট দুটি থেকে কয়েক লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সদরের ভিটি শিলমন্দী এলাকায় আলমগীর হোসেনের বাড়ির দ্বিতীয় তলার দুটি পাশাপাশি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। একটি ফ্ল্যাটে থাকতেন বাড়ির মালিক আলমগীর হোসেন। অপরটিতে ভাড়া থাকতেন আইনজীবী হালিম হোসেন।

জানা গেছে, আলমগীর হোসেন ও অ্যাডভোকেট হালিম হোসেনের গ্রামের বাড়ি কাছেই অবস্থিত। ঘটনার সময় তাঁরা গ্রামের বাড়ি গিয়েছিলেন। এই সুযোগে ফ্ল্যাট দুটির দরজার কড়া ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে।

এ ব্যাপারে অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে চুরি হয়েছে। দুই বাসা মিলে ২০ ভরি স্বর্ণ, নগদ সাত লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি আইফোনসহ অন্যান্য জিনিসপত্র চুরি গেছে।

মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার কায়সার কোরেশি বলেন, তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তদন্তশেষে বিষয়টি নিয়ে মন্তব্য করা যাবে। উল্লেখ্য যে, ২০১৩ সালে একই ফ্লাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সে সময়ও ১০ লাখ টাকার মালামাল লুট হয়। এ বিষয়ে থানায় মামলাও মামলা না ৮১/১/২০১৩। কিন্তু মামলাটি গভীর ডিফ ফ্রিজে রয়েছে। তার কোন অগ্রগতি নেই অদ্য পর্যন্ত। সেই রেস কাটতে না কাটতেই আবার চুরি।

অপর দিকে বাবা দিয়ে ধীরয়ে দিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। গতকাল ৮জন আসামী ধরে ১লাখস ৩৫ টাকা মোবাইলে ভিডিও রয়েছে বলে এই টাকা হাতিয়ে নেয়। টাকার বিনিময় ছেড়ে দেওযার কথা থাকলেও পরবর্তীতে ৩৪ ধারায় চালান করা হয়। এভাবে চলতে থাকলে থানা পুলিশকে কেউ মূল্যায়ন করবে না। ভয়ে ভূক্তভোগী কেউ মুখ খুলছে না। এ ব্যাপারে পুলিশ সরাসরি বলে দিয়েছে কোন টাকার লেন দেন হয়নি।