বাংলাদেশি জ্যেষ্ঠ নাগরিকদের(৬৫ বছর বা তৎঊর্ধ্ব বয়স) ভারতের ভিসা পেতে কোন প্রকার সাক্ষাৎকারের দরকার হবে না। জ্যেষ্ঠ নাগরিকগণ নিজেরাই দেশের যেকোন ইন্ডিয়ান ভিসা সার্ভিস সেন্টারে গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বয়স ঊর্ধ্ব বাংলাদেশি নাগরিকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে ঘোষণা দিয়েছে। ১৮ সেপ্টেম্বের থেকে এটি কার্যকর হবে।
ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, এ পদক্ষেপ জ্যেষ্ঠদের সুবিধাকল্পে শুভেচ্ছা নিদর্শনস্বরূপ। এতে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির সঙ্গে ভারতীয় ভিসার পাওয়ার সুবিধা আরো একধাপ উন্নিত হবে বলে আশা করা হচ্ছে।