Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58এসপানিওলের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার একটি রেকর্ডে ভাগ বসানোর হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। জিতলেই লা লিগায় টানা ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে জিনেদিন জিদানের দল। থাকবে প্রবল প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও।

এসপানিওলের বিপক্ষে লিগে নিজেদের পরের ম্যাচটি রোববার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় খেলতে নামবে ক্রিস্তিয়ানো রোনালদোরা।
২০১১ সালের ৫ ফেব্র“য়ারি কাম্প নউতে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল পেপ গুয়ার্দিওলার বার্সেলোনা। রিয়ালের সামনে এবার সুযোগ এসেছে রেকর্ডটি আবার নিজেদের করে নেওয়ার।
বার্সেলোনার আগে রেকর্ডটি রিয়াল মাদ্রিদেরই ছিল। মিগেল মুনোস ও আলেফ্রেদো দি স্তেফানোদের রিয়াল টানা ১৫টি ম্যাচ জিতে রেকর্ডটি গড়েছিল।
রিয়ালের এবারকার জয়যাত্রা শুরু হয়েছিল এ বছরের ফেব্র“য়ারিতে লেভান্তেকে হারিয়ে। গত মৌসুমের শেষ ১২টি ম্যাচে জয় পায় রিয়াল; লিগের শেষ দিকে টানা জয়ের রেকর্ড এটা। চলতি মৌসুমে প্রথম তিন ম্যাচ জিতেছে জিনেদিন জিদানের দল।